‘এক ভাগা দশ, এক ভাগা নেন দশ টেকা’। এভাবে এক কিশোরী ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছে। ওর সামনে রয়েছে ভাগ ভাগ করে রাখা পেঁয়াজ আর আদা। সেগুলোই বিক্রি করছে। কারওয়ান বাজারের সবজি বাজারে পাইকারি, খুচরা বিক্রির রমরমা আসরে কিছু হতদরিদ্র বিক্রেতাও রোজগারের চেষ্টায় বসে। এই কিশোরী তাদেরই একজন। ২০ মার্চ বিকেলে কথা হলো ওর সঙ্গে। নাম কী জিজ্ঞেস করতেই মিষ্টি হেসে বলল, ‘আলেয়া’। বয়স সবে ১৩ পেরিয়েছে। কিন্তু অপুষ্ট শরীরে ক্লান্তির চিহ্ন বেশ স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। কথায় কথায় আলেয়া জানায়...

